নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৮ ০৯:৫৯:১০


জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন রকম পোস্টার লিফলেট হাতে নিয়ে আগমনী স্লোগান দিতে থাকেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে, দলীয় নেতারা জড়ো হন। অন্যদিকে ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ হাসান অনেক বড় গাড়ি বহর নিয়ে আসেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, ও বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বিমানবন্দরে এসে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচনে দাবি করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা নিউইয়র্ক জে এফ কে এয়ারপোর্টের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এম জি