খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার তবিবুর রহমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৮ ১০:৪৮:৫৯


খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্মসচিব মো. তবিবুর রহমানকে। বর্তমানে তিনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিবের দায়িত্ব পালন করছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (যুগ্মসচিব) মো. তবিবুর রহমানকে খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি