লন্ডন হাইকমিশনে মিনিস্টার থাকছেন সাব্বির বিন শামস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৯ ২০:১২:৩০
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদে আরও এক বছর থাকছেন সাব্বির বিন শামস। তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, সাব্বির বিন শামসকে আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৮ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মিনিস্টার পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এম জি