হল থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২০ ১১:৩৩:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে পড়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম মো. ফিরোজ কাজী। তিনি ২০১৯-২০ সেশনের চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী। হল থেকে পড়ে যাওয়ার পর আহত অবস্থায় ঢামেকে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মো. ফিরোজ কাজী নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে মারা গেছেন বলে জেনেছি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তারা রাতে চা পান করছিলেন। এমন সময় ভবনের যমুনা ব্লকের ওপর থেকে কেউ পড়ে যায়। তারা সেখানে ছুটে গিয়ে দেখেন ফিরোজের দেহ পড়ে আছে। তখনও তিনি বেঁচে ছিলেন। শিক্ষার্থী কীভাবে ও কত তলা থেকে পড়েছেন, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তার পড়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কি অসাবধানতাবশত পড়ে গিয়েছেন নাকি ঝাঁপ দিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর রাতে এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ফিরোজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকার পথে রওনা দেওয়ার কথা জানিয়েছেন।
এম জি