পটুয়াখালীর এডিসি আব্দুল্লাহ্ সাদীদকে বদলি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২১ ১৫:০২:০৮
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ্ সাদীদকে বস্ত্র ও পাট মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আব্দুল্লাহ্ সাদীদকে বস্ত্র ও পাট মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি