সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-২৩ ১৪:০৩:২১


বিদায়ী সপ্তাহে (১৭-২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর ১০৭ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, জেমিনি সী ফুড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এনজে