রাজবাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-২৪ ১২:০২:৫৯


রাজবাড়ীতে সাপের কামড়ে নার্গিস আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে সাপে কামড় দেয়।

নার্গিস আক্তার রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের নয়ন শেখের স্ত্রী। নয় বছর পূর্বে নয়ন শেখের সাথে তার বিয়ে হয়।

নয়ন শেখ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানতে পারি আমার স্ত্রীকে সাপে কামড় দিয়েছে। দ্রুত পরিবারের লোকজন নার্গিসকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। তবে হাসপাতালে পোঁছানোর আগেই তিনি মারা গেছেন।

এম জি