ওয়েটারের বকশিশ ৭৯ হাজার টাকা!
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১৬:১৩:১৪
যুক্তরাষ্ট্রের কলারোডো রাজ্যের ডেনভার শহরে এক মাতালের খপ্পরে পড়েছেন রেস্টুরেন্টের ওয়েটার। ওই ব্যক্তি খাবার খেয়ে বিলের সঙ্গে ওয়েটারের বকশিশ হিসেবে প্রায় ৭৯ হাজার টাকা (১ হাজার ডলার) রেখে যান।
ঘটনাটা এখানেই শেষ হলে খুশি হতেন ওই ওয়েটার। কিন্তু পরের দিন সম্বিত ফিরে পেলে তিনি রেস্টুরেন্টে এসে ১ হাজার ডলার ফেরত চান।
ডেনভার পোস্টকে দেয়া সাক্ষাৎকারে রেস্টুরেন্টে মালিক বি আনানতাথো বলেন, বকশিশে টাকার পরিমাণ দেখে তো ওয়েটারের চোখ চড়কগাছ। সঙ্গে সঙ্গে সে এটি আমাকে জানায়।
তিনি বলেন, ‘আমি জানতাম সম্বিত ফিরে পেয়ে তিনি এ টাকা ফেরত চাইবেন। তাই এটি আগে থেকেই আলাদা করে রাখা ছিল।’
টাকা ফেরত পেয়ে ওয়েটারকে ওই খদ্দের আবারও বকশিশ দেন। তবে এবার আর ১ হাজার ডলার নয় ৪০/৫০ ডলার। আর প্রথম দিন তিনি এই কাণ্ড করেছিলেন মদে বুঁদ হয়ে।
সানবিডি/ঢাকা/এসএস