আলিফ গ্রুপের দুই কোম্পানি একীভূতকরণের সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১০:৫০:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজে একীভূত হচ্ছে একই খাতের আরেক প্রতিষ্ঠান আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালনা পর্ষদ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একীভূতকরণের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত কোম্পানি, যার ফলে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে একীভূত হবে।

ব্যাংক, অন্যান্য ঋণদাতা, শেয়ারহোল্ডার ও অন্যাণ্য স্টেকহোল্ডারদের একীভূতকরণ প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই একীভূতকরণ সম্পন্ন হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস