দল ডাকলেই রাস্তায় নেমে যেতে হবে: দুদু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১৩:৪২:৫৩


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নেতাকর্মী‌দের উদ্দেশে বলেছেন, এখন আর ঘরে থাকা যাবে না। ঘ‌রে থাকার সময় নেই। দল থেকে যখনই ডাক আসবে, যেখা‌নে যেভাবে থাকেন না কেন রাস্তায় নেমে যেতে হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএন‌পির পা‌র্টি অফিসের নিচতলায় ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনায় সমাবেশ এবং রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে সভাপ‌তির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু বলেন, যে দেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে সেই দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী আজ জেলে। তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী, জীবনে কোনো নির্বাচনে হারেননি। এরকম একজন জনপ্রিয় নেত্রীকে একটা বর্বর সরকার আটক করে রেখেছে এটা মেনে নেওয়া যায় না।

শামসুজ্জামান দুদু ব‌লেন, এই জালিম সরকার আমাদের নেত্রীকে হত্যার পরিকল্পনা করছে, আমি এটাকে হত্যাই বলব, এটা কোনো মামলা না। সাজার প্রশ্নই উঠে না। নিজেদের আদালত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দেয়া হয়েছে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। নেত্রীকে মুক্ত করতে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সা‌বেক এই সংসদ সদস‌্য ব‌লেন, ৯০ এর স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রীরা লাঠি নিয়ে হল থেকে বেরিয়ে এসেছিল। আর ছাত্ররা তো জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। সেই লড়াইটার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। ৯০ এর গণঅভ্যূত্থানের বীররা আছে তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের বীররাও আছে তাদেরকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।

এম জি