লালবাগে মিষ্টির দোকানে ভয়াবহ আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১৪:৩৬:২৬


রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুনের খবরে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এম জি