আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-০২ ০৯:৫৪:৪৯
প্রফেশনাল পরীক্ষায় দেশের শীর্ষ আর্থিতক প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ ফাইন্যান্স। আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এই পরীক্ষা করেছে দ্য ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)। প্রকাশিত ফলাফলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ ফাইন্যান্সের ২১ জন প্রার্থী ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫ জন বা ২৪ শতাংশ প্রার্থী পাস করেছে। ফলে প্রতিষ্ঠানটি র্যাংকিংয়ে ১ম স্থানে রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ১১ শতাংশ প্রার্থী এ পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের উত্তীর্ন হয়েছে ৯ শতাংশ প্রার্থী। এছাড়াও, আইডিএলসি ফাইন্যান্সের ৮ শতাংশ ও ইউনাইটেড ফাইন্যান্সের ৫ শতাংশ প্রার্থী প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ন হয়েছে।
অপরদিকে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্সের কোন প্রার্থী এ পরীক্ষায় উত্তীর্ন হতে পারেনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর