গ্রেড-১ কর্মকর্তা আরিফুর রহমান অবসরে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১৫:১৩:১৮


জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) মোঃ আরিফুর রহমানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) মোঃ আরিফুর রহমানকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো। অনুকূলে ১৮ মাসের বেতনের সমপরিমাণ অর্থসহ এক বছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এম জি