বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ শ্রমিক নিহত
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৯-২৯ ১২:০০:৫৮
বরিশাল নগরীর পশ্চিম কাইনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর বিসিক এলাকার হাবিব (৩৫) ও ভোলা জেলার ইউনুস (৫০)। দুজনই বালু ভরাটের কাজ করতেন।
এ বিষয়ে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত শ্রমিক দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপর ট্রাক ফেলে চালাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে মালিকে খবর দিয়ে চালককে খুঁজে বের করা হবে।
এনজে