প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া শিশুরা পেলো উপহার

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-২৯ ১৭:৫৪:৩৯


প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের মাঝে উপহার ও ফুল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন হাসপাতালে জন্ম নেওয়া নবজাতক শিশুরা পায় বিশেষ এ উপহার।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বারইয়ারহাট জেনারেল হাসপাতাল, কমফোর্ট হাসপাতাল, আল নূর হাসপাতাল ও মিঠাছরা জেনারেল হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের পরিবারের মাঝে উপহার তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাহেল বিন আলী, সদস্য সঞ্জয় চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইফতেখার রাসেল, রিয়াজ উদ্দিন শাহীন, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে এরাদুল হক নিজামী ভুট্টু বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনা দেশে এসে দল এবং দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুদের পরিবারের মাঝে আমি সামান্য উপহার তুলে দিয়েছি। যাতে বড় হয়ে তারা শেখ হাসিনার দর্শন গ্রহণ করে।

এএ