ভারতে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০১ ১৪:৩৫:৩০


নয়াদিল্লির আফগান দূতাবাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীদের অভিযোগ, মোদি সরকারের থেকে সাহায্য না পাওয়ার জেরেই দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আফগান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে জানানো যাচ্ছে যে, রোববার (১ অক্টোবর) থেকে নয়াদিল্লিতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়, নয়া দিল্লিতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেওয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা ওড়াতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় এবং কাবুলের ভবিষ্যৎ বৈধ সরকারের কাছে দূতাবাসের সমস্ত কিছু যেন হস্তান্তর করা হয়।

বিগত আশরাফ ঘানি সরকারের আমলে ভারতে আফগান রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরিদ মামুন্দজ। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পরও দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি।

এম জি