৩ বছর লভ্যাংশ দেবে না পিপলস লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০১ ১৫:৫২:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের তিন বছর কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। দীর্ঘ দিন কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯.৭৬ টাকা আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৮৩.৫৩ টাকায়।

২০২০ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২.৩২ টাকা আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১০১.২৪ টাকায়।

২০২১ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪.৪০ টাকা আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১১৫.৩৪ টাকায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১২ অক্টোবর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস