মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-১০-০২ ১২:৪০:১৩
মেক্সিকোয় একটি গির্জার ছাদ ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ৩০ পূণ্যার্থী। খবর রয়টার্সের।
রোববার (১ অক্টোবর) দেশটির সিউদাদ মাদেরো শহরের সান্তা ক্রুজ চার্চে হয় এই দুর্ঘটনা। জীবিত উদ্ধার পাওয়া ১০ ব্যক্তির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার প্রার্থণার পর চলছিল এক শিশুর ব্যাপটিজম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তত ১০০ অতিথি। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, আটকা পড়াদের মধ্যে রয়েছে বহু শিশু। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাশাপাশি তল্লাশিতে নেমেছেন স্থানীয়রাও।
এখনও দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ধসে পড়েছে দুর্বল অবকাঠামো।
এম জি