মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন অবসরে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০২ ১৩:০১:০৭


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদারকে অবসরে পাঠানো হয়েছে।

রোববার (১ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদারকে অবসরে পাঠানো হলো। অনুকূলে ১৮ মাসের বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্ডসহ একবছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। বিধি অনুযায়ী তিনি অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

এম জি