রাঙামাটিতে জুয়ার আসর থেকে আটক ৩৯

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-০৪ ১১:০৯:৫২


রাঙামাটিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে শহরের বনরুপার আলিফ মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়।

বনরুপার আলিফ মার্কেটের আন্ডার গ্রাউন্ডে একটি কক্ষে জুয়ার আসর বসে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আর্ডম পুলিশ ব্যাটালিয়নে সহ অধিনায়ক (পুশিল সুপার) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খাঁন, উপপরিদর্শক মো. রকিব -উল হোসেন, তপন নাথ, মো. সাখাওয়াত ইমতিয়াজ।

সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও অসামাজিক কাজ বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৯ জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয়েছে প্রায় ৪৯ হাজার টাকা। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এম জি