নোবেল কমিটিকে অধ্যাপক বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৪ ১৪:৫৯:১৪
চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফ্রান্ক রাউস এবং ফরাসি বিজ্ঞানী অ্যান হুইলিয়ার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় বিশেষ অবদান রাখায় তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
তিনজনের মধ্যে একজন ফরাসি বিজ্ঞানী অ্যান হুইলিয়ার। সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক তিনি।
পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য নোবেল কমিটি থেকে অ্যান হুইলিয়ারকে ফোন দেয়ার সময় ক্লাস নিতে ব্যস্ত ছিলেন তিনি। একাধিকবার ফোন দিয়েও তাঁকে পায়নি নোবেল কমিটি। ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি।
তবে ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছ থেকে সময় চান। অ্যান তাঁকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন সেই ব্যক্তি।
ক্লাসে লেকচার দেওয়ায় ব্যস্ত শুনে নোবেল কমিটি থেকে ফোন দেওয়া ব্যক্তি জানতে চান, এ সুখবর শিক্ষার্থীদের দেবেন কি না? উত্তরে অ্যান হুইলিয়ার বলেন, ‘তাদের অবশ্যই জানাব। এটা অবশ্যই তাদের জন্য অনেক আনন্দের বিষয় হবে। তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে।’
অ্যান হুইলিয়ারের সাথে ফোনে কথোপকথনের বিষয়টি এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে নোবেল কমিটি। দ্য নোবেল প্রাইজ নামে ভেরিফায়েড পেজে অ্যান হুইলিয়ারকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প!
অ্যান হুইলিয়ার হল পঞ্চম মহিলা যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
হুইলিয়ারের আগে ১৯০৩ সালে মেরি কুরি, ১৯৬৩ সালে মারিয়া গোয়েপার্ট মেয়ার, ২০১৮ সালে ডোনা স্ট্রিকল্যান্ড এবং ২০২০ সালে আন্দ্রেয়া গেজ পদার্থ বিজ্ঞানে পুরস্কার জেতা নারী।
সূত্র: এনডিটিভি