‘ভারতের দুই বিমানবন্দর ব্যবহার করে ভিন দেশে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ’
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-০৪ ১৭:৪৮:০৩
কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করে ৩য় দেশে পণ্য রফতানি করতে পারবে বাংলাদেশ। সেজন্য দরকারি প্রস্তুতি নিচ্ছে ঢাকা ও নয়াদিল্লি— এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ভারতের কাছেও গুরুত্বপূর্ণ। সেজন্য অর্থায়ন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো কৌশলী অংশীদারিত্ব নয়, বরং পুরোপুরি বন্ধুত্বের।
এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির সময়ে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে খুশি হবার সুযোগ নেই। কেননা কর্মসংস্থান সৃষ্টি এখন বড় চ্যালেঞ্জ।
এই অর্থনীতিবিদের মতে, ডলারের দাম বেঁধে দেয়ার প্রবণতা বন্ধ না করলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে না। একই সাথে সরকারি-বেসরকারি বিনিয়োগে ভারসাম্য রাখার পরামর্শ দেন।