অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধের নির্দেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৪ ২১:২৫:৪৮
অনির্দিষ্টকালের জন্য সরকারি বা বেসরকারি মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ অক্টোবর থেকে সকল সরকারি বা বেসরকারি মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে সারাদেশে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিলেন ম্যাটসের শিক্ষার্থীরা।
এএ