সিকিমে বন্যায় নিহত ১৪, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৫ ০৯:৪৩:৩৫


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় এখনও পর্যন্ত ১২০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার নিখোঁজ হওয়া ২৩ সেনা সদস্যদের মধ্যে থেকে একজনকে উদ্ধারের কথা জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। উদ্ধার হওয়া ওই সেনা সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃষ্টি ‍ও বন্যা পরিস্থিতির কারণে সিকিম প্রশাসন রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সবাই সতর্ক থাকুন।

সিকিমে বুধবার ভোরে ভারী বৃষ্টি হয়েছে। ব্যাপক বর্ষণে উত্তর সিকিমের লোনাক হ্রদ উপচে পড়ে। এতে অতিরিক্ত পানি তিস্তা নদীতে চলে আসায় হঠাৎ পানির স্তর বেড়ে যায়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এনজে