ডিএসইর নবনিযুক্ত এমডির সাথে স্টারলিং স্টকসের সৌজন্য সাক্ষাৎ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-০৫ ১১:৩১:০২


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন স্টালিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধি দল। সাক্ষাতে স্টারলিং স্টকস্ এর পক্ষ থেকে ডিএসইর এমডিকে ফুল ও অভিনন্দন পত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ডিএসই ‘র অফিস নিকুঞ্জ ভবনে প্রতিনিধি দল নবনিযুক্ত এমডি মহোদয় এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্টালিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেডের  সিইও সালামুল লতিফ চৌধুরী, হেড অব কোমপ্লায়েন্স মোঃ শামসুল আলম সুমন ও স্টালিং স্টকস্ এন্ড সিকিউরিটিজ লিমিটেডের  নিকুঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কায়সার হোসেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস