পরিশোধিত মূলধন বাড়াবে ওয়াইম্যাক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৫ ১১:৩৯:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা। তাতে নতুন শেয়ার ইস্যু করে তা বাড়িয়ে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকায় উন্নীত করবে।
ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে কোম্পানিটি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন তোলার অনুমোদন পেয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস