প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৫ ১৪:৪৮:০৬


জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ১৬দিন সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে দেশে ফিরেন।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

এম জি