হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-০৭ ১৬:৩০:৫১
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বহু সেনাকে আটক করা হয়েছে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি নাগরিকদের সন্ত্রাসবাদী দখলদারদের রুখে দাঁড়ানোর অধিকার আছে।
অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে ফিলিস্তিনের আরেক শক্তিশালী গ্রুপ ফাতাহ।
হঠাৎ হামাসের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে রয়েছি।’
শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে।
শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন।
সূত্র: বিবিসি, আল জাজিরা