আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৮ ১২:০২:২৯


আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

গত ৩ অক্টোবর নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম। তিনি জানান, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুর পর আসন দুইটি শূন্য হয়।

এম জি