ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান ঢাকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০৮ ১৭:৪৫:৩৮
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
চলমান সংঘাতের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, শুধু সংলাপ ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান ঘটাতে পারে। সংঘাত ও সহিংসতা বাড়লে ফলে কোনো পক্ষই লাভবান হবে না।
সংঘাত বন্ধে কাজ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ফিলিস্তিন ও ইসরায়েলকে জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ ও ৩৩৮ অনুসরণ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাসের সমর্থন করে, যা এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে।
এনজে