হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৩৫০

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-১০-০৮ ১৭:৪৮:৪৪


ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৮৫৪ ইসরায়েলি।

এদিকে হামাসের হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ পর্যন্ত কমপক্ষে ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই হাজার।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সব হাসপাতালে। তাই এসব হাসপাতালের একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না। যুদ্ধের এই উত্তাপ এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে।

এদিকে, রোববার (৮ অক্টোবর) আরও ফিলিস্তিনি যোদ্ধা দক্ষিণ ইসরায়েলের মাগেন শহরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ওই অঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ট্যাংক ব্যবহার করে বড় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। পাল্টা বন্দুক হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধরা।

এএ