দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-০৯ ১৫:৫২:৫৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেডের ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৪৬ বারে ৪০ লাখ ৮৩ হাজার ৩৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২১৬ বারে ৩৭ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৬৪৭ বারে ৭ লাখ ৫৭ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স স্পিনিংয়ের ৫.৮২ শতাংশ, সী পার্লের ৪.২৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১.৭৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৫৩ শতাংশ, হা-ওয়েলের ১.৫২ শতাংশ, বাংলাদেশ শিপিংয়ের ১.৪২ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.২৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস