৩ কোম্পানির সাথে একীভূত হবে দেশবন্ধু পলিমার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১১ ১১:৪৭:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেড একই গ্রুপের অন্য তিন কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
একীভূত হওয়ার পরিকল্পনায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, একীভূত হওয়ার বিষয়ে কোম্পানিটি আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় পর্ষদ সভা করবে। সভায় কোম্পানিগুলো একীভূত হওয়ার বিষয়ে নিজেদের সম্ভাব্য সমীক্ষা যাচাই করবে।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি পেলে কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে দেশবন্ধু পলিমার একীভূত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস