ব্লক মার্কেটে লেনদেন ৪৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৫:৩২:২৫


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ৪৩ কোটি ৭৯ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ কোটি ২৮ লাখ ৮১ হাজার, দ্বিতীয় স্থানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ও তৃতীয় স্থানে স্কয়ার ফার্মার ৪ কোটি ২০ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৪ কোটি ১২ লাখ ৯৬ হাজার, দেশবন্ধু পলিমারের ২ কোটি ১ লাখ ৯৯ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৬৮ লাখ ৯৬ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার, বেক্সিমকোর ১ কোটি ২৮ লাখ ৯১ হাজার এবং সিলকো ফার্মার ৬৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস