স্বাস্থ্যের সাবেক পরিচালক ডা. আবদুর রাজ্জাকের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৬:১৮:৪০
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ডা. আবদুর রাজ্জাকের সন্তান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. মো. মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আবদুর রাজ্জাক মিয়া দুরারোগ্য পিত্তথলির ক্যান্সারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ডা. মো. মারুফ হাসান বলেন, বাবার প্রথম নামাজে জানাজা দুপুর ১২টায় হাসপাতালের ডরমিটরি এলাকায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাজা উত্তরা ১৩ নং সেক্টর জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হবে।
এম জি