বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে সমস্যা নেই তৃণমূল বিএনপির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১২ ১৭:০৭:০১
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, কারো ছত্রছায়ায় নয়, জনগণের ওপর ভরসা করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় তৃণমূল বিএনপি। তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি।
এই কমিশনের অধীনে নির্বাচনে তাদের সমস্যা নেই বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে দলের চেয়ারপারসন এ কথা বলেন।
শমসের মবিন বলেন, তারা ২০১৪ ও ১৮ সালের মত নির্বাচন চান না। সংবিধানের আলোকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চান। সব দলের সমান সুযোগ চান। তবে বিএনপির ভোটে আসা না আসা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তাদের মতে বিএনপির ভোটে বাধা দেয়ারও সাংবিধানিক অধিকার নেই।
বিএনপিবিহীন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের কাছে যদি আগামী নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনের কী হলো সেটা দেখার বিষয় না। তার মতে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
ইসির বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এর নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতনও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেন।
তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে দলটি এক্সিকিউটিভ চেয়ারপারসন অন্তরা সেলিম হুদা, কো- চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর আলম ও মহাসচিব অ্যাডভোকেট তৈবুর আলম খন্দকারসহ ১৮ সদস্যর প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।
এম জি