দর বৃদ্ধির শীর্ষে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-১৫ ১৫:৫১:৪৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ৫৮৯ বারে ৪ লাখ ৩৬ হাজার ৬০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ । কোম্পানিটি ৭৯৯ বারে ৫৯ হাজার ৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। কোম্পানিটি ৮৪৪ বারে ২৬ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৫.৭৯ শতাংশ, নাভানা ফার্মার ৩.৭৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৩.৪৫ শতাংশ, খান ব্রাদার্সের ৩.২০ শতাংশ, সোনালী আঁশের ৩.১৯ শতাংশ, জিকিউ বলপেনের ৩.১৩ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসোরের শেয়ার দর ২.৯০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস