আমরা আর আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবো না: চরমোনাই পীর
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-১৫ ২০:১৮:০২
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই) বলেছেন, জনগণ দেশে ২০১৮ সালের মত আর কোন নিশি রাতের নির্বাচন হতে দেবে না। আমরা আর প্রতারকের মিষ্টি কথায় আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবো না।
রোববার (১৫ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ ল’ কলেজ মাঠে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে মারাত্মক সঙ্কট সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, সরকার উন্নয়নের কথা বলে জনগণের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত।
২০১৮ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা ওয়াদা দিয়েছিলেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। কিন্তু আমরা দেখেছি তারা দিনের ভোট রাতে বাক্সে ভরে নিজেদের ক্ষমতার চেয়ার পাকাপোক্ত করেছে। আজকে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতিবাজ, লুটেরা এবং বিদেশী তাবেদার শক্তি দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে।
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে যে হামলা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘনের এক অনন্য দৃষ্টান্ত ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এ সময় জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা সোলায়মান হোসেন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল বাশার আজিজী প্রমূখ।
এএ