সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৬ ১০:৫৩:৩১


দুই জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ২ কর্মকর্তা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জিয়াউল ইসলাম চৌধুরীকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্সস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তারা নিজ অধিক্ষেত্রে বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এম জি