ধানমন্ডিতে যাত্রা শুরু করলো প্রাইম ব্যাংক সিকিউরিটিজ

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১০-১৬ ১৯:৩৪:০৫


ধানমন্ডির ৬ নং রোডে যাত্রা শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। গত ১৪ অক্টোবর মির অনিক্স ইয়াকুব টাওয়ারে কার্যক্রম উদ্বোধন করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মনিরুজ্জামান, সিএফএ। এই সময়ে উপস্থিত ছিলেন-বিজনেস অফিসার কাজী আহসান হাবিব, চিপ অপারেটিং অফিসার মোঃ মাকসুদুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সিরাজুল ইসলামসহ আরও অনেক উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ তাদের ডিপজিট-উইথড্র, অ্যাকাউন্ট অপেনিংয়ে ছাড়, ফ্রি ডিএসই মোবাইল অ্যাপ, আসন্ন ওএমএস (OMS – Order Management System) সুবিধা ছাড়াও অন্যান্য আধুনিক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে।

মনিরুজ্জামান, সিএফএ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে বিনিয়োগের পূর্বে বিনিয়োগকারীদের কী কী ব্যাপার দেখা উচিত সেই বিষয়টি তুলে ধরেন।

এসময়ে আরও বক্তব্য রাখেন, চিপ বিজনেস অফিসার কাজী আহসান হাবিব এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রধান মোঃ রকিবুল ইসলাম রুশো।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকের সেবা আরও উন্নত এবং সহজলভ্য করে তুলতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি আর ওএমএস (OMS – Order Management System) এর পাশাপাশি বিনিয়োগের সুবিধা সমুহকে গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যে ঢাকার বিভিন্ন স্থানে ব্রাঞ্চ স্থাপনের উদ্যোগও নিয়েছে। -বিজ্ঞপ্তি।