হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না: ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৭ ১২:০৯:১৩
কানাডা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুদ্ধেরও নিয়ম আছে। তিনি গাজায় একটি মানবিক করিডোর খোলারও আহ্বান জানিয়েছেন। খবর সিটিভি নিউজের।
২৩ লাখ মানুষের অবরুদ্ধ ছিটমহলে ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা প্রয়োজন উল্লেখ করে ট্রুডো বলেন, সন্ত্রাস সবসময়ই অপ্রতিরোধ্য এবং কোনো প্রচেষ্টাই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না বা তাদের বৈধ আকাঙ্খার প্রতিনিধিত্ব করে না।
ইসরায়েলে হামাসের হামলায় পাঁচ কানাডিয়ান নিহত হয়েছে এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছে।
এম জি