২৮ অক্টোবর থেকে সড়ক অবরোধ করতে চায় বিএনপি: হানিফ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৭ ১৪:৩৪:৩৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২৮ অক্টোবর থেকে সড়ক অবরোধ করতে চাচ্ছে বিএনপি। যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু কর্মসূচির নামে অরাজকতা এবং নাশকতা করা হলে, মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন করা হবে। আর আন্দোলন কীভাবে দমন করতে হয় বর্তমান সরকার তা জানে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, আলাপ-আলোচনা করতে কোনো সমস্যা নেই। তবে কোনো শর্ত দিয়ে আলোচনায় বসবে না আওয়ামী লীগ।
তিনি বলেন, সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে।
এম জি