মিডফোর্ডে কোনো কেমিক্যালের গোডাউন থাকবে না: শিল্পমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৭ ২১:৫০:২৬
শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন বলেছেন, পুরান ঢাকার মিডফোর্ডে আর কোনো কেমিক্যালের গোডাউন থাকবে না। ডিসপ্লে সেন্টার হিসেবে মিডফোর্ডে দোকান থাকলেও, গোডাউন ঢাকার বাইরে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, ঢাকার বাইরে মুন্সীগঞ্জে কেমিক্যাল পল্লী নির্মাণ করা হচ্ছে। সেখানে ধাপে ধাপে সব কেমিক্যাল গোডাউন স্থানান্তর করা হবে। শুরুতে কেমিক্যাল পল্লীর কাজে কিছু ভুল হলেও এখন পুরোদমে কাজ চলছে। অতি শিগগিরই সেখানে গোডাউন স্থানান্তর করা হবে।
শুরুতে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ২০১৮ সালে নেয়া প্রকল্পটি ২০২১ সালে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হলেও, তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলশিখালি এলাকায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির নাম দেয়া হয় মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংশোধিত প্রকল্প।
তবে এখন পর্যন্ত কেমিক্যাল পল্লী নির্মাণ না হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এলাকার অবস্থা বিবেচনা না করেই বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছিল, যা সফল হয়নি। এতে উল্টো কাজে ধীরগতি চলে আসে। তবে এখন পুরোদমে কাজ চলছে।
অনুষ্ঠানে কেমিক্যাল পল্লীতে প্লট বরাদ্দের বিষয়ে অভিযোগ জানিয়ে ব্যবসায়ীরা জানান, কেমিক্যাল পল্লীতে তারা তাদের মনমতো প্লট পাচ্ছেন না। এতে করে গোডাউন স্থানান্তর কঠিন হয়ে যাচ্ছে।
এদিকে কেমিক্যাল পল্লীর কাজ শেষ না হলেও ট্রেড লাইসেন্সের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের এ দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ূন বলেন, অতি শিগগিরই কেমিক্যাল ব্যবসায়ীদের লাইসেন্স দেয়ার ব্যবস্থা করা হবে। ট্রেড লাইসেন্স একটি মুখ্য জিনিস। এর ব্যবস্থা করতে, যা যা করা দরকার শিল্প মন্ত্রণালয় করবে।
তিনি বলেন, আমি আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। এরইমধ্যে মেয়রের সঙ্গে কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ ব্যাপারে জানানো হবে।
নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে সময় সবাই বলেছিল কেমিক্যালের কারণে আগুন লেগেছে। একমাত্র আমি বলেছিলাম, আগুন লেগেছে গ্যাসের কারণে। আগুন লাগলেই কেমিকেলের দোষ দেয়া হয়। যদিও কেমিক্যাল দাহ্য পদার্থ, কিন্তু দেশের অর্থনীতিতে এর অবদান অস্বীকার করার সুযোগ নেই।’
এএ