বিশ্বের শীর্ষ দূষিত শহর ঢাকা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-১৮ ১২:৩৯:৪৫
বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষ উঠে এসেছে রাজধানী ঢাকার নাম।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৬ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ১৭০ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা। একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৬৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের কলকাতা।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।
এম জি