আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ঋষি সুনাক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৯ ০৯:২৩:২৫
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন তিনি। খবর বিবিসির।
সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সফর করার কথা রয়েছে তার।
গাজায় ক্রমাগত আক্রমণের মধ্যেই বুধবার তেল আবিব সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফর করছেন।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর পর দেশটির প্রতি দৃঢ় সমর্থন দেন বাইডেন। সেই সমর্থনের অংশ হিসেবে তেল আবিব সফরের সূচি নির্ধারণ করা হয়।
বাইডেন বলেন, আমি ইসরায়েলের জনগণ ও বিশ্বকে জানাতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের পাশেই আছে।
তবে সফরের আগের দিন গাজায় একটি হাসপাতলে ইসরায়েলি হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হওয়ার পর জটিল পরিস্থিতির মধ্যেই তেল আবিবে পা রাখলেন বাইডেন।
এম জি