আওয়ামী লীগের এখনও সেইফ এক্সিট নেওয়ার সময় আছে: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-১৯ ১৩:৫৮:১১
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই নির্বাচনকালীন সরকার নিয়ে শেষ বার্তা দিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ জানে, জনগণ ভোট দিতে পারলে ক্ষমতায় আসতে পারবে না। তাই নিজেদের পরিবর্তিত সংবিধানের দোহাই দিচ্ছে। আওয়ামী লীগের জন্য এখনও সময় আছে, সেইফ এক্সিট নেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, তারা (আ. লীগ) নির্বাচনের আগে সুন্দর কথা বলে, পরে সেসব রাখে না। কেবল একটা রাজনৈতিক দলের জন্য বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। এখানে রাজনৈতিক দল কেউ কাউকে বিশ্বাস করে না।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে। কিন্তু সচেতনভাবে সংঘাতমূলক কর্মসূচি দিইনি।
ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে সরকারকে পদত্যাগ করে দেশকে সংকটের হাত থেকে রক্ষা করতে এ সময় আহ্বান জানান মির্জা ফখরুল।
এম জি