জুমার দিনে বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক হামাসের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১০-১৯ ২০:১২:৪৮
আগামীকাল শুক্রবার জুমার দিনে বিশ্বব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর: আলজাজিরা’র
বৃহস্পতিবার এক টেলিগ্রাম পোস্টে হামাস বলেছে, ‘ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়া হওয়ার প্রতিবাদে ফিলিস্তিনিদের, আরবদের, ইসলামী বিশ্বের লোকজন এবং পৃথিবীর সব মুক্তিকামী মানুষের প্রতি আমাদের আহ্বান, আগামীকাল শুক্রবার রাজপথে নেমে আসুন।’
একই সঙ্গে আগামী রোববারকে ‘বিশ্বব্যাপী গাজার শিশুদের জন্য সংহতির দিন’ হিসেবে আখ্যায়িত করেছে হামাস।
গত ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা শুরু করে হামাস। এতে এ পর্যন্ত ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে এবং এরপর থেকেই ইসরায়েলের টানা বিমান হামলায় অন্তত তিন হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী রয়েছে বলে জানা গেছে।
এএ