সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-১০-২০ ১৪:৫৪:২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর এক মাসও সময় নেই। আর কয়েকটা দিন আছে। বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে।
তিনি বলেন, সরকারই গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না।
এম জি