মিরপুরে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-২০ ১৮:০৬:১৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পোড়াদহের মধ্যবর্তী স্থানে রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম সামিউল (১০)। সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামের আকরামুল হকের ছেলে।
জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস মিরপুর-পোড়াদহ রেললাইন দিয়ে আসছিল। এ সময় রেললাইনের ১৭৪ কিলোমিটারের কাছে ট্রেনের ধাক্কায় সামিউল নিহত হয়। এরপর ঘটনাস্থলেই সে মারা যায়।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রেলওয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে।
এম জি