দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২২ ১৫:২৮:৫৫


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মাটিতে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে কাজ করেছে। এই মাটিতে সকলের সমান অধিকার। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ সরকার সব সময় সনাতন ধম্বাবলম্বীদের পাশে থাকে এবং থাকবে।

এসময় দূর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এম জি